Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে

 

কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে ২৫টি গ্রামের মধ্যে স্থানে অবস্থিত ০৮ নং পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদ।শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান । চলনবিল অধূসিত জনপদ চাটমোহর উপজেলার ঐতিহ্যবাহী পার্শ্বডাঙ্গা ইউনিয়ন। চাটমোহর উপজেলা সদর হতে ১৪ কিলোমিটার পূর্ব দক্ষিন দিকে পার্শ্বডাঙ্গা ইউনিয়নের অবস্থান। এই ইউনিয়নের উত্তরে চাটমোহর উপজেলার গুনাইগাছা মথুরাপুর ইউনিয়ন পূর্বে ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়ন, দক্ষিণে চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন এবং পশ্চিমে চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়ন অবস্থিত।পাবনা জেলার মধ্যে অতি উন্নতি জাতের আম উৎপাদনের জন্য পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বিশেষ পরিচিত রয়েছ।পাবনা জেলার এই প্রত্যন্ত অঞ্চল পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের ওয়েব সাইটে আপনাদের সবাই স্বাগত জান্নাছি।বর্তমান সরকার ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ন জয়ন্তীতে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ রূপান্তরের ঘোষনা করেছেন।এই ঘোষনা একটি উন্নত দেশ, একটি সমৃদ্ধ ডিজিটাল সমাজ, একটি ডিজিটাল যুগের জনগোষ্ঠি, রুপান্তরিত উৎপাদন ব্যবস্থা, নতুন ও জ্ঞান ভিত্তিক অর্থনীতি সবমিলিয়ে একটি জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন দেখায়-যা চলমান বিশ্বের সাথে তাল মিলিয়ে আত্ননির্ভরশীল জাতি গঠনের জন্য অপরিহার্য ।সরকার ঘোষিত এই লক্ষ্যকে বাস্তবে রুপ দেয়ার জন্য তথ্য প্রযুক্তিকে উন্নয়নের মাধ্যম হিসেবে ব্যবহারের কোন বিকল্প নেই। তাই সরকারের নির্দেশনায় তৈরি করা হচ্ছে ইউনিয়ন পরিষদ ত্তয়েব পোর্টাল । ইউনিয়ন পরিষদের ত্তয়েব সাইট সংশ্লিষ্ট ইউনিয়নের কৃষ্টি, কালচার, সংস্কৃতি,ইতিহাস,ঐতিহ্যকে পৃথিবীর প্রতিটি মানুষর কাছে তুলে ধরলাম।কম্পিউটার এবং ইন্টারনেট এর ব্যবহারের মাধ্যমে মানুষ তথ্য প্রযুক্তির বিশাল ভান্ডারে প্রবেশ করে সাগর থেকে মুক্তা আহরনের মতো তথ্য আহরন করে তার জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করতে পারে।মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি প্রয়োজন পূরনের জন্য পারে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করতে। দল-মত ধর্ম-বর্ণ নির্বিশেষে পৃথিবীর প্রতিটি মানুষ দৈনন্দিন জীবনের প্রতিটি প্রয়োজন তথ্য প্রযুক্তির সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে পূরন করতে সক্ষম।প্রাত্যহিক জীবনে কমিপিউটার এবং ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে মানুষ সময় ও অর্থ দুই এরই সাশ্রয় করতে পারে।ডিজিটাল বাংলাদেশ গঠনের মহতী প্রচেষ্ঠাকে বেগবান করতেই তৈরী করা হয়েছে‌ ‌‌‌‌‌‌‌‌পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদ পোর্টাল। আমরা মনে করি আমাদের এই ওয়েব সাইট (parshadangaup.pabna.gov.bd) ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত এক ইউনিয়ন সম্পর্কে পৃথিবীবাসী যে কোন প্রান্ত থেকে জানতে পারবে। ঠিক তেমনি ইউনিয়নবাসীও তাদের যে কোন প্রয়োজন পূরনের জন্য এই ওয়েব সাইটটিকে ব্যবহার করতে পারবে ।কৃষি,শিক্ষা,সংস্কৃতি সবকিছুই এই ওয়ব পোর্টালে অন্তভূক্ত রয়েছে । কৃষি পরামর্শ,মৎস চাষে করণীয় ,গবাদী পশুর চিকিৎসা,জরুরী স্বাস্থ্য সেবা ইত্যাদি প্রতিটি বিষয়ের যথাযথ সেবা ঘরে বসেই ইউনিয়নবাসী পেতে পারবে।যথাসময়ে দ্রুত সেবা গ্রহনের মাধ্যমে সময় এবং অর্থের সাশ্রয় করে ইউনিয়নবাসী তাদের আর্থ-সামাজিক উন্নয়নে আরো ভূমিকা রাখতে পারবে বলে আমরা মনে কনর । এই ওয়েব সাইট তৈরির মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের গতিশীল জীবনে নতুন মাত্রা সংযুক্ত করে তাকে আরো বেগবান করা । এই ওয়েব সাইট ব্যবহারের মাধ্যমে ইউনিয়নবাসীই কেবল উপকৃত হবে না; এর দ্বারা উপকৃত হবে দেশে বা বিদেশে অবস্থান করা আগ্রহী প্রতিটি মানুষ । ওয়েব সাইটটিতে অপরিহার্য অনেক মানচিত্র সংযোজন করা হয়েছেন যা একজন পর্যটককে পথ দেখাবে এবং এই জনপদের তথ্য জানতে সাহায্য করবে। ইউনিয়নের উল্লেখযোগ্য প্রতিটি স্থান ও স্থাপনার ছবি এবং বর্ননা সিন্নবেশিত থাকায় এটি এই এলাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহনেও যথেষ্ঠ সহায়ক হবে। জেলা প্রশাসনের নির্দেশনা অনুসারন করে আমরা এই ওয়েব পোর্টালকে যথাযথভাবে সমৃদ্ধ করতে আপ্রাণ চেষ্টা করেছি। এক্ষেত্রে যারা আমাদেরকে বিভিন্নভা্বে সহযোগিতা করেছন তাঁদের  প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বর্তমান সরকারের  যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ডিজিটাল বাংলাদেশ গড়ার এ মহান উদ্যোগের সাথে আমরা সম্পৃক্ত হতে পেরে গর্বিত। আমরা মনে করি, ডিজিটাল বাংলাদেশ গঠনের মাধ্যমে একদিন সুখী, সমৃদ্ধ, শিক্ষিত জনগোষ্ঠির বৈষম্য দূর্নীতি, দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বাংলাদেশ হিসেবে এদেশ পৃথিবীর মানচিত্রে গৌরবময় আসন করে নেবে । আমরা বর্তমান গণতান্ত্রিক সরকারের দীর্ঘায়ু কামনা করি। বাংলাদেশ চিরজীবি হোক।     

 

১.নাম : ০৮ নং পার্শ্বডাঙ্গা ইউনিয়ন।

২. আয়তন : ৩২.৫ বর্গ কি:মি:

৩. লোকসংখ্যা: ২৪,১৬৮জন

৪. গ্রামের সংখ্যা: ২৫টি

৫. মৌজার সংখ্যা: ২২টি

৬. হাট/বাজারের সংখ্যা-৩টি

৭. ভোটার সংখ্যা: ১৩,৫৫৬ টি

৮. নির্বাচনী এলাক :৭০, পাবনা-৩

৯. খানা: ৫৬৫৪ টি

১০. আবাদী জমি: ১৬৮৬ হেক্টর

১১. অনাবদি জমি: ৫৩২ হেক্টর

১২. স্বাস্থ্য কেন্দ্র :১টি

১৩. পোষ্ট অফিস : ২টি

১৪. নদ-নদী : ১টি

১৫. আদিবাসী : নাই

১৬. দর্শনীয় স্থান: নাই

১৭. যোগাযোগ: উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা- সিএনজি, ইজি বাইকের মাধ্যমে এবং বাস

 ১৮. শিক্ষার হার: ৭০%(২০০১ সালের আদমশুমারী অনুসারে)

১৯. সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ০৮টি

২০. বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ৬টি

২১.উচ্চ বিদ্যালয়- ১টি নিম্ন মাধ্যমিক-৫টি(জুনিয়র স্কুল ৩টি)

২২.জে,এস,সি ও এস,এস,সি পরীক্ষার কেন্দ্র- নাই১৩.মাদ্রাসা-৪টি

২৩. দায়িত্বরত চেয়ারম্যান- মোঃ রবিউল করিম ( তারেক )

২৪. গুরুত্বপূর্ন ধর্মীয় স্থান-৩টি

২৫. ঐতিহাসিক পর্যটন স্থান-নাই

২৬. ইউপি নতুন ভবন স্থাপিত কাল:

২৭.নবগঠিত পরিষদের বিবরণ:

            শপথ গ্রহনের তারিখ:০২-০৮-১১

            প্রথম সভার তারিখ: ০৪/০৮/১১

            মেয়াদ উত্তীর্নের তারিখ:

 

২৮)গ্রাম সমূহের নাম

  প্রভাকরপাড়া,বড়গুয়াখাড়া, কৃষ্ণপুর, মল্লিকপুর, বরকোনা, মহেলা, শুকুরভাঙ্গা ,বোয়ালিয়া, চরপাড়া, মল্লিকবাইন,অর্জুনপুর, জামানপুর, টেংগরজানী, আব্দুলপুর, আড়িংগাইল, পারচাটরা, চাটরা ,বনগ্রাম, সজনাই, শীদাসখালী, রাউৎকান্দি, পার্শ্বডাঙ্গা আলমনগর, অলিপুর, বালুদিয়ার।

২৯)ইউনিয়ন পরিষদের জনবল

  নির্বাচিত পরিষদ সদস্য: ১২জন

  ইউনিয়ন পরিষদ সচিব: ১জন

  ইউনিয় গ্রাম পুলিশ   : ৯